ই-কমার্স ওয়েবসাইটের বিক্রি বাড়ানোর জন্য অনেক রকমের মার্কেটিং এর উপায় আছে। তবে ই-কমার্স ওয়েবসাইটের বিক্রি যেহেতু অনলাইন বা ইন্টারনেট এর উপর নির্ভরশীল, কাজেই ই-কমার্স ওয়েবসাইটের বিক্রি বাড়ানোর জন্য ইন্টারনেট ভিত্তিক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়।
ডিজিটাল মার্কেটিং আর প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে SEO ট্রাফিক বাড়ানোর অন্যতম বৃহত্তম উপায় হচ্ছে SEO। আসলে, ওয়েবে সমস্ত ট্র্যাফিকের প্রায় 60% গুগল অনুসন্ধানের মাধ্যমে শুরু হয়। এবং ই-কমার্স ওয়েবসাইটের বিক্রির ৭৮% আসে গুগল অনুসন্ধানের মাধ্যমে তাই ই-কমার্স ওয়েবসাইটের বিক্রি বৃদ্ধিতে SEO বিকল্প নেই ।
faq
HAVE QUESTIONS?
ওয়েবসাইট তৈরি করতে আপনারা কোন প্রযুক্তি ব্যবহার করেন ?
সফ্টট টেক গ্রাহকদের সাইবার সিকিউরিটি এবং উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যে আমাদের প্রতিটি ওয়েবসাইট তৈরীতে এখন পযন্ত বিশ্বের সর্বোচ্চ প্রযক্তি গুলো যেমনঃ HTML, CSS, JavaScript, jQuery, PHP, Ruby on Rails, Python, Laravel, Bootstrap, Foundation, WordPress, MongoDB, MySQL, SQL Server ইত্যাদি প্রোগ্রামিং এবং সার্ভার ওরিয়েন্টেড ল্যাংগুয়েজ ব্যবহার করে থাকে
একটি ওয়েবসাইট তৈরি করতে কত সময় লাগে?
আমাদের প্রতিটি প্রজেক্ট সম্পন্ন করতে ৫-৭ জন দক্ষ ডিজাইনার , ডেভলোপের এবং ইঞ্জিনিয়ার কাজ করেন যার কারণে যে কোনো ধরণের ওয়েবসাইট ৭ দিনের মধ্য গ্রাহকের কাছে হস্তান্তর করতে পারি
কাস্টমার কোন সেবা গ্রহণ করার পর যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আপনারা কি করেন?
সফট টেক এর প্রধান ও প্রথম উদ্দেশ্য গ্রাহকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জণ করা, আমরা গ্রাহকের আস্থা অর্জনের জন্য আমাদের দক্ষ টিম ব্যবহার করি এরপর ও যদি কোনো গ্রাহক আমাদের সেবায় আস্থা না রাখতে পারে তখন আমাদের কোম্পানির রিফান্ড পলিসি অনুযায় গ্রাহককে ১০০% অর্থ ফেরত প্রদান করা হয়
আপনারা কিভাবে আপনার গ্রাহকদের সাপোর্ট দিয়ে থাকেন ?
আমাদের গ্রাহকদের দ্রুত সকল ধরনের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের নিজস্ব সাপোর্ট টিম ২৪ ঘন্টা সপ্তায় ৭ দিন কাজ করে, এছাড়াও আমাদের ভার্চুয়াল সাপোর্ট টিম রয়েছে
আমরা ফোন কল , লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদির মাধ্যমে আমরা গ্রাহকদের সাপোর্ট দিয়া থাকি এছাড়া আমাদের অফিসে এসেও সাপোর্ট নিতে পারে
SEO কি ?
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা সংক্ষেপে এসইও হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা বা সর্বোচ্চকরন করা যাতে এটি অনুসন্ধান করলে ফলাফলে প্রায়শই দেখা যায়।
এসইও এর সুবিধা কী ?
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রী ট্রাফিক বা ভিজিটর আনা যায়। সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য নির্ভর করে, হতে পারে সাইট টি এডসেন্স কিংবা এফিলিয়াট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পণ্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভবনা তত বেশি।সার্চ ইঞ্জিন গুলো সেসব ওয়েবসাইট কেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে। এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খোঁজে পেতে পারে, সহজে পড়তে পারে
ওয়েবসাইটের জন্য SEO কি খুব প্রয়োজন ?
না ,ওয়েবসাইটের জন্য SEO প্রয়োজন নেই তবে, আপনার ব্যবসায় বৃদ্ধির জন্য SEO অপরিহার্য । ধরুন আপনি কখনো কক্সবাজার যাননি ,তাই আপনি সেখানকার অবস্থা সম্পর্কে জানেন না। তাই সেখানে কোথায় থাকবেন সেটাও জানেননা। কিন্ত সমস্যা নাই আপনি সার্চ ইঞ্জিন এ যদি “Hotel in Cox’s bazar ” বা কক্সবাজার হোটেল সম্পর্কিত যে কোনো কিছু সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করেন তাহলেই আপনি কক্সবাজারের হোটেল সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। যে হোটেল গুলো সেও- করা আছে তাদের তথ্য সার্চ ইঞ্জিন প্রদান করবে, তাহলে নিজেই একটু চিন্তা করে দেখুন স- কতটা প্রয়জোনীয়।
ই-কমার্স ওয়েবসাইটের বিক্রি বাড়ানো জন্য স- কি ভাবে কাজ করে ?
submit a ticket
Not Found Your Answer? Just Ask Us!
[contact-form-7 id="836"]